• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গয়না চকচকে রাখতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০২:২৮ পিএম
গয়না চকচকে রাখতে যা করবেন

গয়না না থাকলে সাজাগোছ কমপ্লিট হয় না। একেক গয়নার ধাঁচও আবার একেকরকম। কিছু গয়না ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া যায় আবার কিছু গয়না আছে পানি লাগলেই নষ্ট হয়ে যায় উজ্জলতা। গয়নাগাটির সঠিক যত্ন না নিলে কম সময়েই নষ্ট হয়ে যেতে পারে। তাই যত্ন খুব সাবধানতার সঙ্গে গয়নার যত্ন নিতে হবে। চলুন জেনে নিই গয়না বেশিদিন চকচকে রাখবেন কীভাবে।

  • বডি স্প্রে বা পারফিউম ব্যবহারের সময় খেয়াল রাখবেন যেন গয়নার ওপর সরাসরি স্প্রে না পড়ে।
  • রুপার গয়না সুন্দর রাখতে হলে প্রথমে যেটি করবেন, তা হলো গয়নাটি ভালোভাবে মুছে তার ওপর ট্যালকম পাউডার লাগিয়ে নিন। এরপর শুকনা সুতি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। সঠিকভাবে যত্ন নিলে আপনার রুপার গয়না ভালো থাকবে দীর্ঘদিন।
  • মুক্তার গয়না ব্যবহার শেষে নরম, ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে, তবে খুব বেশি ময়লা হলে পানিতে সামান্য সাবান মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। 
  • মুক্তার গয়না সব সময় মখমলের কাপড়ে মুড়িয়ে রাখবেন। গরমের সময় মুক্তার গয়না না পরাই ভালো, কারণ ঘাম লাগলে মুক্তার দ্যুতি নষ্ট হয়ে যেতে পারে।
  • হীরার গয়না নরম তুলা লাগানো প্লাস্টিকের বাক্সে রাখবেন, যাতে ভাঙার কোনো শঙ্কা না থাকে।
  • পান্না খুবই নরম ও ঠুনকো পাথর, পান্নার গয়না সব সময় বসে পরিধান করবেন, যেন হাত থেকে পড়লেও তা ভেঙে না যায়।
  • সোনার গয়না শুকনা পাতলা কাপড় দিয়ে মুছে নিন।
  • সব গয়না একসঙ্গে না রেখে আলাদা বাক্সে রাখুন। একই বাক্সে রাখলে তা জড়িয়ে গিয়ে ছিঁড়ে যেতে পারে বা ঘষা লেগে চিকটকে ভাব নষ্ট হয়ে যেতে পারে।
Link copied!