শীতের শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া ত্বককে শুষ্ক করে তোলে। ত্বকের আদ্রতা হারিয়ে সহজেই ত্বক অনুজ্জ্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় ময়েশ্চারাইজার ব্যবহার করেও ত্বকের প্রাণবন্ত ভাব ধরে রাখা যায় না। ত্বক হয়ে পড়ে মলিন। তাই শীতে শুধু ময়েশ্চারাইজার হলেই হবে না। দরকার কিছু ফেসমাস্ক যা, আপনার ত্বকের প্রাণবন্ত ভাব ধরে রাখবে। পাশাপাশি ত্বক হবে আরও উজ্জ্বল। চলুন ত্বকের হারানো আদ্রতা ফিরিয়ে আনতে কিছু ঘরোয়া উপায় জেনে নেই-
অ্যালোভেরা: গ্রামবাংলায় অ্যালোভেরা ঘৃতকুমারী নামেও পরিচিত। এর গুণ বহু। চুলের যত্ন থেকে শুরু করে ত্বকের জন্যও উপকারী এটি। সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে অ্যালোভেরা বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। ত্বকে জন্য অ্যালোভেরা ব্যবহার করলে, এটি ভেতর থেকে আর্দ্রতা আনে বা হাইড্রেড করে। তাই নিয়ম করে ত্বকে অ্যালোভেরা লাগাতে পারেন।
গোলাপ জল: গোলাপ জল দিয়ে নানা রকম ফেস প্যাক বানাতে পারেন। গোলাপ জল ব্যবহারে আপনার মুখের ত্বক গোলাপের পাপড়ির মতো উজ্জ্বল হবে। ত্বকের শুষ্ক ভাব দূর হবে। ত্বক নরম ও কোমল করতে নিয়মিত গোলাপ জল ব্যবহার করতে পারে।
মধু: শীতকালে ত্বককে বারবার শুষ্ক হয়ে যাওয়া থেকে বাঁচাতে মধু ব্যবহার করতে পারে। মধুর সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগালেও উপকার পাবেন। এই দুই জিনিস মিশিয়ে আপনার ত্বকে লাগালে আপনার ত্বক ভেতর থেকে হাইড্রেশন পায়। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকের গঠনও উন্নত হয়।











-20251027102457.jpeg)




























