• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দুপুরের আয়োজনে হয়ে যাক ইলিশ কোর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ১০:৪৭ এএম
দুপুরের আয়োজনে হয়ে যাক ইলিশ কোর্মা

এখন প্রায় সারা বছরই বাজারে ইলিশ পাওয়া যায়। দাম খানিকটা বেশি হলেও ক্রেতার কিন্তু কমতি নেই। যারা ইলিশ খেতে বেশি ভালোবাসেন তারা ইলিশের নানারকম পদ রাখতে পছন্দ করেন পাতে। তবে দাম যতই হোক ইলিশের মৌসুমে ইলিশ না খেলে কি হয়? তাই আজ দুপুরের খাবারে রাঁধতে পারেন ইলিশের কোর্মা। এটি বানানো খুবই সহজ। তো, চলুন জেনে নেওয়া যাক ইলিশের কোর্মা বানানোর রেসিপি-

যা যা লাগবে

  • ইলিশ মাছ ৪ পিস
  • বড় পেঁয়াজ ১টি (টুকরো করে কাটা)
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • রসুনবাটা ১ চা চামচ
  • পোস্তবাটা ২ টেবিল চামচ
  • কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ
  • নারকেলের দুধ ১ কাপ
  • কাঁচামরিচবাটা ১ টেবিল চামচ
  • লবণ ও চিনি স্বাদমতো
  • সরষের তেল ৪-৫ টেবিল চামচ
  • ঘি ১ টেবিল চামচ
  • দই ২ টেবিল চামচ

যেভাবে রাঁধবেন
প্রথমে মাছ ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিতে হবে। এরপর মাছগুলো হালকা করে তেলে ভেজে তুলে রাখুন। এবার সেই তেলে সামান্য ঘি গরম করে পেঁয়াজ লাল করে ভেজে তুলে রেখে দিন। কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ-রসুনবাটা, কাঁচামরিচবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অন্য একটি পাত্রে দই, কাজুবাদাম, পোস্তবাটা ভালো করে ফেটিয়ে নিয়ে সেই মিশ্রণ কড়াইতে দিয়ে ভালোভাবে করে নাড়াচাড়া করুন। তারপর স্বাদমতো লবণ-চিনি দিয়ে নারকেলের দুধ দিয়ে দিন। এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢেকে রাখার পর ঢাকনা খুলে ওপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। সবশেষে পছন্দের পাত্রে পরিবেশন করুন।

Link copied!