গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড সম্প্রতি দুটি পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।
পদের নাম
মহাব্যবস্থাপক (নিরাপত্তা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল বা প্রতিরক্ষা/নিরাপত্তা বাহিনীর সমমর্যাদার পদ থেকে অবসরপ্রাপ্ত এবং স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জনকারী হতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম
ব্যবস্থাপক (ওএসপি উৎপাদন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: যন্ত্রকৌশল/ তড়িৎ কৌশল/ শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা
বয়স
মহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। ব্যবস্থাপক (ওএসপি উৎপাদন) পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, মহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদের ক্ষেত্রে অবসর গ্রহণ–সংক্রান্ত আদেশ/ব্যবস্থাপক (ওএসপি উৎপাদন) পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য কাগজের সত্যায়িত অনুলিপিসহ আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০। সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
৯ নভেম্বর ২০২৩