• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পল্লী বিদ্যুৎ সমিতির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০২:২৩ পিএম
পল্লী বিদ্যুৎ সমিতির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

সম্প্রতি হয়ে যাওয়া আটটি পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিগুলো হলো—বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ও ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটটি পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার পদে জনবল নিয়োগের জন্য শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর পল্লী বিদ্যুৎ সমিতিভিত্তিক প্রকাশ করা হয়েছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১–এ উত্তীর্ণ হয়েছেন ১১৯ জন; এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৬৩, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪–এ ৮৫, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৩২, কুডিগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৯২, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৮২, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৩৮ ও ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৮২ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে শিগগিরই প্রকাশ করা হবে।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখতে এই লিংকে ক্লিক করুন। 

Link copied!