• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদের মৌখিক পরীক্ষা শুরু ২৪ মার্চ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৯:২৯ পিএম
পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদের মৌখিক পরীক্ষা শুরু ২৪ মার্চ
প্রতিকী ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম গ্রেডভুক্ত ‘জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)’ পদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ মার্চ থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১৩ ক্যাটাগরি পদের মৌখিক পরীক্ষা ২৪ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মোট ১৫ কর্মদিবসে প্রতিদিন সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তির জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/গ্রাফিক ডিজাইন) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) ও ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদের যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। 

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

Link copied!