রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০২:৪৬ পিএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই অস্থির হতে শুরু করে আন্তর্জাতিক বাজার। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করে তেল, সোনাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে।

সোমবার আন্তর্জাতিক বাজারে আরেক দফা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি দাম বেড়েছে ৭ ডলার পর্যন্ত।

বিশেষজ্ঞরা জানান, সুইফট ব্যাংকিং ব্যবস্থা থেকে রাশিয়াকে বের করে দেওয়ায় দেশটি থেকে তেল আমদানি বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ রাশিয়ার তেল রপ্তানি বন্ধের আতঙ্কের মাঝেই তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ১০৫.০৭ ডলার। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববাজারেও সোনার দাম বাড়ে। এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৯২৫ ডলার ছাড়ায়। আর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়।

Link copied!