• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টে আগুন, শিশুসহ নিহত ১৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১০:৪৩ এএম
যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টে আগুন, শিশুসহ  নিহত ১৩

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে আটজন শিশু রয়েছে। বিবিসি জানায়, শহরের উত্তরে একটি সরকারি আবাসন প্রকল্পে স্থানীয় সময় প্রায় ভোর ৬টায় আগুনের সূত্রপাত হয়।

ডেপুটি ফায়ার কমিশনার ক্রেগ মারফি জানান, এটি তার দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি। স্থানীয় সময় বুধবার তিনি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার সময় আটজন বাসিন্দা ভবন থেকে পালাতে সক্ষম হন।

আগুন লাগার সময় তিনতলা ভবনটিতে ২৬ জন বাসিন্দা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভবনটি সরকারি অর্থায়নে পরিচালিত ফিলাডেলফিয়া হাউজিং অথরিটির মালিকানাধীন।সাংবাদিকদের মারফি বলেন, যদিও কর্তৃপক্ষ আগুন লাগার পেছনে সন্দেহজনক কোনো কারণ দেখছেন না, তবু প্রাণহানির কারণে একটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।

সংবাদ সম্মেলনের সময় শহরের মেয়র জিম কেনি বলেন, “এটি নিঃসন্দেহে আমাদের শহরের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক একটি দিন। মর্মান্তিক এই ঘটনায় অনেক মানুষের ক্ষতি হলো। এতগুলো শিশুর মৃত্যু সত্যিই খুব হতাশাজনক।”

কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে বিল্ডিংটিতে পরিদর্শনের সময় তারা চারটি স্মোক ডিটেক্টর যন্ত্র দেখতে পান। কিন্তু আগুন লাগার সময় এর একটিও কাজ করেনি।

Link copied!