• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মেলিটোপোলের মেয়রকে অপহরণ করেছে রুশ সেনারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১১:০৪ এএম
মেলিটোপোলের মেয়রকে অপহরণ করেছে রুশ সেনারা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১২ মার্চ) এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার (১১ মার্চ) এক ভিডিও বার্তায় ইভান ফেডোরভকের অপহরণের বিষয়টি নিশ্চিত করেন জেলেনস্কি। তিনি বলেন, “ফেডোরভ একজন সাহসী মেয়র ছিলেন। তিনি অদম্য সাহসিকতার সঙ্গে নিজের শহরের মানুষদের রক্ষা করছিলেন। তাকে অপহরণ করা হয়েছে।”

রুশ বাহিনীকে আইএসের সঙ্গে তুলনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, “তারা সন্ত্রাসকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। আক্রমণকারীরা ইউক্রেনের বৈধ কর্মকর্তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। মেয়রকে অপহরণ করা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধেই অপরাধ নয়, এটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ এবং ইউক্রেনের বিরুদ্ধে অপরাধ। এমনকি এটা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ। রুশ বাহিনী আইএসের সন্ত্রাসীদের মতো কাজ করছে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় রুশ সৈন্যরা কালো পোশাক পরা এক ব্যক্তিকে ধরে নিয়ে একটি ভবন থেকে বের হয়ে আসছে। ব্যক্তিটির মাথা কালো টুপি দিয়ে ঢাকা। 

Link copied!