• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্সে করোনার নতুন ধরন আইএইচইউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৫:৫২ পিএম
ফ্রান্সে করোনার নতুন ধরন আইএইচইউ

ওমিক্রনের ধকল কাটিয়ে উঠার আগেই আরও একবার নতুন রূপে হাজির করোনাভাইরাস। ফ্রান্সে ক্যামেরুন থেকে আগত এক ভ্রমণকারীর দেহে শনাক্ত করা হয়েছে করোনার নতুন ধরন বি.১.৬৪০.২।

ডিসেম্বরের শুরুতে ফ্রান্সের মার্সেইয়ের হাসপাতাল আইএইচইউ মেডিটেরানিতে এটি ধরা পড়ে। তাই করোনার এই রূপটিকে আইএইচইউ নামেও ডাকা হচ্ছে। ক্যামেরুন থেকে আসা ঐ ব্যক্তি ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ১২ জনকে সংক্রমিত করেছেন বলে জানা গেছে।

আইএইচইউর গবেষকেরা জানান, করোনার নতুন ধরন নিয়ে তাদের গবেষণা প্রতিবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর একটি প্রতিলিপিতেই অন্তত ৪৬ বার রূপান্তর ঘটেছে বলে উল্লেখ করেছেন গবেষকরা।

২৯ ডিসেম্বর আইএইচইউ-র ওয়েবসাইটে গবেষকদের প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তবে এই ধরনটি অন্য কোনো দেশে ছড়িয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

করোনাভাইরাসের অন্যান্য রূপের তুলনায় এই ধরনটি বেশি শক্তিশালী কিংবা দ্রুত সংক্রমণশীল কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য পাননি গবেষকরা। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এখন পর্যন্ত আইএইচইউকে ‘উদ্বেগজনক’ বলে ঘোষণা করেনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!