• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রতি ২৫ মিনিটে একজন ভারতীয় গৃহবধূ আত্মহত্যা করেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৪:০৩ পিএম
প্রতি ২৫ মিনিটে একজন ভারতীয় গৃহবধূ আত্মহত্যা করেন

২০২০ সালে ২২ হাজার ৩৭২ জন গৃহবধূ আত্মহত্যা করেছেন ভারতে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৬১ জন বা প্রতি ২৫ মিনিটে একজন গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশটিতে।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) এক প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর ভারতে মোট ১ লাখ ৫৩ হাজার ৫২টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে ১৪ দশমিক ৬ শতাংশই ছিলেন গৃহবধূ। এছাড়া মোট আত্মহত্যাকারীদের মধ্যে নারীর সংখ্যা ৫০ ভাগের বেশি।

১৯৯৭ সাল থেকে এনসিআরবি আত্মহত্যার তথ্য সংকলন শুরু করে। তখন থেকেই প্রতিবছর ভারতে ২০ হাজারের বেশি গৃহবধূর আত্মহত্যার তথ্য পাওয়া যাচ্ছে। ২০০৯ সালে সর্বোচ্চ ২৫ হাজার ৯২ জন গৃহবধূর আত্মহত্যার তথ্য প্রকাশিত হয়।

নারীদের আত্মহত্যার জন্য ‘পারিবারিক সমস্যা’ বা ‘বিবাহ সংক্রান্ত জটিলতা’কে দায়ী করা হচ্ছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তাদের আত্মহত্যার একটি বড় কারণ পারিবারিক সহিংসতা।

সাম্প্রতিক দেশটির এক সরকারি সমীক্ষায় দেখা যায় ভারতের ৩০ শতাংশ নারী বলেছেন স্বামী ও পরিবাররে সহিংসতার সম্মুখীন হয়েছে। প্রতিদিনের গৃহস্থালির কাজের চাপ ও পারিবারিক কলহ তাদের বৈবাহিক জীবনকে শ্বাসরুদ্ধকর করে তুলছে।

Link copied!