ইউক্রেনে মার্কিন ও পশ্চিমাদের কূটনৈতিক ও মিশনের কার্যালয়গুলোতে হামলার পরিকল্পনা করছিল ইউক্রেন। ইউক্রেনীয় গোয়েন্দাদের এক বন্দী সদস্য রাশিয়ার কাছে এ তথ্য দিয়েছে।
রোববার (২০ মার্চ) মস্কোতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাসেনকোভ এক সংবাদ সম্মেলনে এসব জানান। রাশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইগর কোনাসেনকোভ জানান, পশ্চিমা ও মার্কিন মিশনে হামলার পরিকল্পনা ছিল ইউক্রেনীয় উগ্রপন্থী বাহিনী আজব ব্যাটালিয়নের। ন্যাটো জোটকে ইউক্রেন সংকটে সরাসরি সম্পৃক্ত করতে তারা এ পরিকল্পনা করেছিল।
তিনি বলেন, “ইউক্রেনের গোয়েন্দা সংস্থার (এসবিইউ) এক সদস্য আমাদের কাছে আত্মসমর্পণ করেন। দানেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে অভিযান চলাকালে ওই কর্মকর্তা আত্মসমর্পণ করেন। জিজ্ঞাসাবাদে তিনি আমাদের কাছে এ তথ্য ফাঁস করেছেন।”
আটক ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তার বরাতে ইগর বলেন, “ন্যাটো জোটের মাধ্যমে পশ্চিমাদের চাপে ফেলতে এই হামলার পরিকল্পনা ছিল। ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই-জোন চালু ও অস্ত্রের সহায়তা বাড়াতে এ চাপ সৃষ্টি করতে চেয়েছিল তারা।”
রাশিয়ার এ অভিযোগের বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরপর দুই পক্ষ বার বার আলোচনায় বসলেও এখনো কোন সুরাহা হয়নি।