• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

চতুর্থ দিনে তালেবান ও বিদ্রোহীদের তুমুল যুদ্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০২:৫০ পিএম
চতুর্থ দিনে তালেবান ও বিদ্রোহীদের তুমুল যুদ্ধ

আফগানিস্তানের পঞ্জশিরে চতুর্থ দিনের মত চলছে তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ। আল-জাজিরা জানায়, প্রতিনিয়ত তীব্রতর হচ্ছে উত্তরাঞ্চলের এই প্রদেশের যুদ্ধ।

পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশের বাসিন্দারা জানান, তালেবান ও বিরোধীদের মধ্যে তীব্র যুদ্ধের কারণে তাদের জীবন ব্যাহত হচ্ছে। এদিকে পঞ্জশিরের স্থানীয় বাসিন্দা ৫২ বছর বয়সী আসাদুল্লাহ আল জাজিরাকে বলেন, “মূলত পাহাড়ের আশেপাশের এলাকাগুলোয় যুদ্ধ চলেছে। প্রতিরাতেই পরিস্থিতি খারাপ হচ্ছে। অধিকাংশ বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।”

এলাকাবাসী বলছেন, অন্তত ৪০০ পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অন্যদিকে তালেবান নেতাদের দাবি, বিরোধীদের সঙ্গে আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। তাই রাজধানী কাবুল থেকে প্রায় ১২৫ কিলোমিটার উত্তরের এই জনপদের নিয়ন্ত্রণ পেতে সর্বশক্তি প্রয়োগ করছে তালেবান।

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এ পর্যন্ত ৩৪ প্রদেশের ৩৩টির দখল নিলেও এই প্রদেশটি এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। তালেবানবিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন পঞ্জশিরের বিখ্যাত বিদ্রোহী কমান্ডার আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসউদ।

Link copied!