করোনাভাইরাসের নতুন রূপান্তর ‘ওমিক্রন’কে ‘উদ্বেগজনক’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, এরই মধ্যে নতুন এই ধরনটি বেশ কয়েকবার রূপান্তরিত হয়েছে। যারা আগে করোনায় আক্রান্ত হয়েছেন তারাও এর দ্বারা সংক্রমিত হতে পারেন।
বিবিসির খবরে বলা হয়, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবার এই করোনাভাইরাস শনাক্ত হয়। বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলেও ছড়িয়ে পড়েছে এটি।
এ ঘটনার জেরে বেশ কিছু দেশ দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যের নতুন সতর্কতা অনুযায়ী ব্রিটিশ নাগরিক ছাড়া দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো ও এসওয়াতিনি থেকে কোনো ভ্রমণকারীরা দেশটিতে প্রবেশ করতে পারবে না।
আফ্রিকার দেশগুলো থেকে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ নেয়।
ডব্লিউএইচও জানায়, প্রাথমিকভাবে করোনার নতুন রূপটির (বি.১.১.৫২৯) সংক্রমণ শুধু দক্ষিণ আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ আছে বলে ধারণা করা হচ্ছে। এর ক্ষতির মাত্রা ও গতিবিধি নির্ণয়ে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানান বিজ্ঞানীরা।