• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ৩ জ্বিলকদ ১৪৪৫

পুতিনের বাসভবনে ড্রোন হামলার বিষয়ে যা বললেন জেলেনস্কি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৩, ১১:৩২ এএম
পুতিনের বাসভবনে ড্রোন হামলার বিষয়ে যা বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এ হামলা করেছে বলে দাবি দেশটির।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না। তাকে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হাতে ছেড়ে দিয়েছি। আমরা আমাদের ভূখণ্ডে যুদ্ধ করছি এবং আমরা আমাদের গ্রাম ও শহর রক্ষা করছি।”

বৃহস্পতিবার (৪ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, ক্রেমলিনে দুটি ড্রোন হামলা চালানোর অভিযোগ করছে রাশিয়া। পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এ হামলা করেছে বলে দাবি দেশটির। রাশিয়ার এমন দাবির পরিপ্রেক্ষিতে এসব কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে।

অনলাইনে প্রচারিত একটি ফুটেজে (যা যাচাই করা সম্ভব হয়নি) দেখা গেছে, ক্রেমলিনের ওপর দিয়ে ধোঁয়া উঠছে।

দ্বিতীয় একটি ভিডিওতে দেখা গেছে, সিনেট ভবনের ওপরে একটি ছোট বিস্ফোরণ ঘটেছে। এ সময় দুজন ব্যক্তি গম্বুজটির ওপরে উঠছিলেন।

রুশ প্রেসিডেন্সি বলেছে, ইউক্রেন ক্রেমলিনে পুতিনের বাসভবনে হামলার চেষ্টা করেছে এবং এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম এবং প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!