• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

সোমালিয়ায় ভোটদান পদ্ধতি পরিবর্তনের জেরে সহিংসতা, নিহত ২৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ১১:৫৩ এএম
সোমালিয়ায় ভোটদান পদ্ধতি পরিবর্তনের জেরে সহিংসতা, নিহত ২৬

সোমালিয়ায় স্থানীয় সংসদে ভোটদান পদ্ধতিতে পরিবর্তন নিয়ে বিতর্কের জেরে সহিংসতায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। দেশটির আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ পান্টল্যান্ডে ভয়বাহ লড়াইয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দেশটির সেনা সদস্যরাও রয়েছেন। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা এসব তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় সংসদে ভোটদান পদ্ধতিতে পরিবর্তন নিয়ে বিতর্কের জেরে পান্টল্যান্ড রাজ্যের রাজধানী গারোতে মঙ্গলবার ভোরে প্রচণ্ড লড়াই শুরু হয়। এতে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জনই সেনা সদস্য। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন।

গারওয়ে পাবলিক হাসপাতালে কর্মরত ডা. আবদিরসাক আহমেদ বলেন, সহিংসতায় অন্তত ২৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৬ জন সৈন্য। নিহতদের মধ্যে কিছু ব্যক্তির মরদেহ ওই হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিরোধী দলগুলো পান্টল্যান্ডের নেতা সাইদ আবদুল্লাহি ডেনিকে সাংবিধানিক পরিবর্তনের জন্য অভিযুক্ত করার পরে ব্যাপক সংঘাতের সূচনা হয়।

বিরোধীদের অভিযোগ, সাংবিধানিক পরিবর্তন কার্যকর হলে তা আগামী বছরের জানুয়ারির পরেও সাইদ আবদুল্লাহির ক্ষমতায় থাকার মেয়াদ বৃদ্ধি করবে বা তার পক্ষে ব্যালট কারচুপি করতে সহায়তা করবে।

পান্টল্যান্ড সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলেছে, আঞ্চলিক সংসদ সংবিধানের সংশোধনী বিবেচনা করার জন্য ভোট দিয়েছে এবং এ বিষয়ে আরও বিতর্ক ও ভোট হবে।

স্থানীয় প্রবীণ নাগরিক ফারাহ ওসমান বলেছেন, “পান্টল্যান্ড পার্লামেন্ট একাধিক রাজনৈতিক দলের পাশাপাশি ‘এক মানুষ-এক ভোট নির্বাচনের’ জন্য ভোট দেওয়ার পরপরই লড়াই শুরু হয়। এটি খুব ভয়ঙ্কর লড়াই।”

এদিকে সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বারে একে-অপরের প্রতিদ্বন্দ্বীদের ‘বন্দুকের নলের পরিবর্তে’ সংলাপের মাধ্যমে তাদের মতপার্থক্য সমাধান করতে জরুরি আবেদন করেছেন।

তিনি বলেছেন, পান্টল্যান্ড হচ্ছে শান্তির আবাসস্থল এবং ২০ বছর ধরে সরকার থাকার পর সেখানকার রাজধানীতে যুদ্ধ শুরু হওয়া অগ্রহণযোগ্য।

Link copied!