• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৪:০০ পিএম
মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় ২৩ মেরিন সেনাসহ যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনয় আরও ২০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের মেরিন এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রোববার (২৭ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে মেলভিল আইল্যাণ্ডে বেল বোয়িং ভি-২২ অস্প্রেয় টিল্টরোটর সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ৫ জনকে ৮০ কিলোমিটার দূরের ডারউইন শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।  

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ দুর্ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুতগতিতে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং এই কঠিন সময়ে সব ধরনের সমর্থন ও সহায়তা নিশ্চিত করা।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটি প্রিডেটর রান নামক যৌথ মহড়ার সময় দুর্ঘটনায় পড়ে। মহড়াটিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সাথে পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনস অংশ নিচ্ছে।
অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী (এডিএফ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ার সেনা ছিলো না।


 

Link copied!