• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ৩ জ্বিলকদ ১৪৪৫

ক্ষেপণাস্ত্র দিয়ে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ১১:০৬ এএম
ক্ষেপণাস্ত্র দিয়ে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভেতর ক্ষেপণাস্ত্র ছোড়ার ‘হুমকি’ দিয়েছে রাশিয়া। আইসিসি এ হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, সোমবার এক টুইট বার্তায় দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ হুমকি দিয়েছেন।

তিনি এমন হুমকি দেওয়ার পর গতকাল বুধবার আইসিসি এক বিবৃতির মাধ্যমে উদ্বেগের বিষয়টি জানিয়েছে। তবে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান ও বিচারকদের বিরুদ্ধে মামলাও করেছে রাশিয়া

আইসিসির অ্যাসেম্বলি অব স্টেট পার্টিসের প্রেসিডেন্সি বলেছে, “আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করার প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়ায় প্রচেষ্টায় আমরা অত্যন্ত ব্যথিত। আন্তর্জাতিক অপরাধ আদালত গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার করে থাকে। আমরা সব রাষ্ট্রকে তাদের বিচার বিভাগ এবং বিচার বিভাগীয় স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানাই।”

এর আগে দিমিত্রি মেদভেদেভ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আদালতে আঘাত হানার হুমকি দিয়ে বলেছেন, “এটি চিন্তা করা সম্ভব সাগরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হেগের আদালত ভবনের ভেতর আঘাত করেছে। সবাই সৃষ্টিকর্তা ও রকেটের অধীনে আছে…সতর্কতার সঙ্গে আকাশের দিকে তাকান।”

গত ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে এসেছেন তারা। যা যুদ্ধাপরাধের শামিল।

বিশ্বের ১২৩টি দেশ এই আদালতের সদস্য। বিধি অনুযায়ী, আইসিসি যখন কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এবং অভিযুক্ত যদি এই সদস্য দেশগুলোতে যান তাহলে তাকে আটক করতে হবে এবং আদালতের কাছে হস্তান্তর করতে হবে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!