• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা করল রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৪:৩১ পিএম
ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা করল রাশিয়া
ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা করল রাশিয়া। ছবি: সংগৃহীত

ইউক্রেনের খমেলনিটস্কি শহরের পশ্চিম অঞ্চলের দিকে ইরানে তৈরি ২১টি ড্রোন হামলা করেছে রাশিয়া। সেইসঙ্গে তিনটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তারা দুটি ক্ষেপণাস্ত্র ও সবগুলো ড্রোন ধ্বংস করতে পেরেছে। কিন্তু তৃতীয় ক্ষেপণাস্ত্রটি তারা ধ্বংস করতে পারেনি। তবে সেটি লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারেনি। রাশিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে ভূপাতিত করা হয়েছে। তাছাড়া ইউক্রেনের সাতটি প্রদেশে ড্রোন ধ্বংস করা হয়েছে।

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে জানা যায়নি। তবে যে এলাকার দিকে এ হামলা করা হয় সেখানে বড় একটি বিমান ঘাঁটি রয়েছে। ইউক্রেনের দেওয়া এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ বিষয়েও তৎক্ষণাৎ কিছু জানা যায়নি।

Link copied!