• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

সবচেয়ে শক্তিশালী পরমাণবিক শক্তিধর বাহিনী বানাবে উ.কোরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০২:৫৩ পিএম
সবচেয়ে শক্তিশালী পরমাণবিক শক্তিধর বাহিনী বানাবে উ.কোরিয়া

বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী বানানোর লক্ষ্য নিয়ে আগাচ্ছে উত্তর কোরিয়া। সেই বাহিনী সজ্জিত থাকবে শক্তিশালী পারমাণবিক অস্ত্র দিয়ে। শনিবার (২৭ নভেম্বর) এমন ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

আল-জাজিরা জানায়, সম্প্রতি দেশটির সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষপণ সফল হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করেন কিম। সেখানে উপস্থিত ছিলেন উৎক্ষেপণে জড়িত বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও সামরিক কর্মকর্তারা। উপস্থিত ছিলেন কিমের কন্যাও।

বক্তব্যে কিম বলেন, রাষ্ট্রের মর্যাদা, সার্বভৌমত্ব ও নাগরিকদের রক্ষার্থে একটি পরমাণবিক শক্তিধর বাহিনী বানাচ্ছে উত্তর কোরিয়া। তার দেশের চূড়ান্ত লক্ষ্য হলো, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র বানানো’। সেই অস্ত্র থাকবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত বাহিনীর কাছে। এমন বাহিনী তাদের হবে যা এই শতাব্দীতে কেউ কল্পনাও করতে পারেনি।

কিমের মতে, সম্প্রতি উৎক্ষেপিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হাওয়াসং-১৭ সরাসরি  যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি এটিই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র।

১৮ নভেম্বর উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রটিকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক কাউন্সিল।

কিম জং উন জানান, দেশটির বিজ্ঞানীরা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে পারমাণবিক বোমা সংযুক্ত করার ক্ষেত্রে সম্প্রতি অভাবনীয় সফলতা অর্জন করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এবছর সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পরিক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আন্তঃমহাদেশীয়সহ, স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রও পরীক্ষা চালিয়েছে দেশটি।

Link copied!