• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

শপথ নিলেন পাকিস্তানের নতুন এমপিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০২:২৯ পিএম
শপথ নিলেন পাকিস্তানের নতুন এমপিরা
শপথ নিচ্ছেন পাকিস্তানের নতুন এমপিরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক ঘণ্টা বিলম্বে দেশটির ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

শুক্রবার (১ মার্চ) স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আর ৪ মার্চ প্রধানমন্ত্রী নির্বাচন করবে জাতীয় পরিষদ।

এর আগে গত সোমবার প্রেসিডেন্ট ড. আরিফ আলভির অনিচ্ছা সত্ত্বেও  পরিষদের সচিবালয় আজকের উদ্বোধনী অধিবেশন আহ্বান করে। কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেয় রাজনৈতিক দলগুলো। বলা হয়, তাকে অভিশংসন করা হবে। এমন হুমকির পর প্রেসিডেন্ট শেষ পর্যন্ত জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন।

সূত্র : ডন নিউজ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!