ফিলিস্তিনে আন্তর্জাতিক রেড ক্রসের মানবিক সহায়তার গাড়ি বহর লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলি সেনারা। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মঙ্গলবার (৭ নভেম্বর) রেড ক্রসের ৫টি ট্রাক গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার সময় ইসরায়েলি হামলার শিকার হয়। হামলায় ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত ও একজন ট্রাকচালক আহত হয়েছেন। হামলা সত্ত্বেও কনভয়টি আল-শিফা হাসপাতালে চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানায়, তাদের ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত ও একজন ট্রাকচালক সামান্য আহত হয়েছেন। হামলার সময় ৫টি ট্রাক ও আইসিআরসির ২টি গাড়ি ‘জীবন রক্ষাকারী’ চিকিৎসা সেবা সামগ্রী নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির আল-কুদস হাসপাতালসহ আরও অনেক হাসপাতালে পৌঁছে দিতে যাচ্ছিল।
হামলার পর গাড়ি বহরটি তাদের রাস্তা পরিবর্তন করে আল-শিফা হাসপাতালে সহায়তা পৌঁছে দিয়েছে। গাড়ি বহরটি ছয়টি অ্যাম্বুলেন্সকে সঙ্গে করে গুরুতর আহতদের রাফাহ ক্রসিং দিয়ে মিশরে পৌঁছে দিয়েছে।