আরাফাতের ময়দানে আজ শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান।
সৌদি আরবের স্থানীয় সময় ফজরের পর মিনা থেকে আরাফাতের পথে রওনা দেবেন হাজিরা। প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরাফাতের ময়দানে পৌঁছে, এক আজানে জোহর ও আসরের নামাজ পড়বেন তাঁরা।
সূর্যাস্তের পর হাজিরা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন মুজদালিফার পথে। সেখানে আবার হাজিরা এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন।
পরে শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন পাথর। এর পরদিন অর্থাৎ শুক্রবার সৌদিতে পালিত হবে ঈদুল আজহা। এদিন বড় জামারায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের পর মিনায় কোরবানির পশু জবাই করবেন হাজিরা।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব গেছেন ৮৭ হাজার ১৫৭ জন। গত ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২৪টি ফ্লাইটে তাঁরা সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে।