ট্যাংক এবং পদাতিক বাহিনী নিয়ে বুধবার রাতে উত্তর গাজায় প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। তারা অনেক হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং হামাসের ট্যাংক প্রতিরোধী ব্যবস্থা ও সামরিক অবকাঠামোগুলো ধ্বংস করার দাবি করেছে।
আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, এর আগে ইসরায়লের পদাতিক বাহিনী গাজায় ঢুকলেও ট্যাংক নিয়ে প্রবেশের ঘটনা এটিই প্রথম।
গাজা ঘিরে ইসরায়েলের মোট ৫টি পদাতিক বাহিনীর ইউনিট রয়েছে। এরমধ্যে গিভাতি ব্রিগেড একটি। এই ব্রিগেডের নিয়ন্ত্রণেই বুধবার রাতের অভিযান পরিচালিত হয়।
ইসরায়েলি বাহিনী বলছে, ‘যুদ্ধের পরবর্তী ধাপের’ প্রস্তুতির জন্য এই অভিযান চালানো হয়।
অভিযান শেষে এই বাহিনী গাজা থেকে আবার ইসরায়েলে ফিরে গেছে বলেও জানানো হয়েছে। অভিযানে ইসরায়েলি সৈন্যদের হতাহতের কথা উল্লেখ করা হয়নি।
আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার মন্তব্য করেন, ইসরায়েলিরা যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে রয়েছে। গতকাল নেতানিয়াহু এবং জো বাইডেনের মধ্যে ফোনালাপ হয়েছে। বাইডেন নেতানিয়াহুকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থল যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের মুক্তি নিশ্চিত করার কথা বলেছেন।
নেতানিয়াহু উল্লেখ করেছেন, তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে এবং কখন স্থল অভিযানের জন্য তাদের বাহিনী এগিয়ে যাবে সে বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা। সূত্র- আল জাজিরা।