• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০২:৩১ পিএম
তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান । ফাইল ছবি

মঙ্গলাবার (২৯ আগস্ট) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তোশাখানা মামলায় দেওয়া সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। 

ওই প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায়ে এই আদেশ ঘোষণা করেন।

চলতি মাসের ৫ আগস্ট ইসলামাবাদের একটি আদালত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) করা মামলায় পিটিআই প্রধানকে দোষী সাব্যস্ত করেছিল। 

রাষ্ট্রীয় উপহারের তথ্য গোপন করার অভিযোগে ইমরান খানকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ে তাকে পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে  আপিল করেন ইমরান খানের আইনজীবীরা।

Link copied!