শিল্প এলাকায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৪:১৭ পিএম
শিল্প এলাকায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৬
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের একটি শিল্প এলাকায় গ্যাসভর্তি একটি ট্যাংকারে বিস্ফোরণ হয়েছে। এতে ৬ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। এ ছাড়া ওই অঞ্চলের আশপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ভোরে শিল্প এলাকা মুলতানে এ ঘটনা ঘটেছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

উদ্ধার কর্মকর্তারা জানান, ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করে দমকল বাহিনীর অন্তত ১০টি গাড়ি। প্রাথমিকভাবে ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এক বাড়ি থেকে আরেকজনের লাশ পাওয়া যায়। নিহতের মধ্যে এক শিশু ও দুই নারী আছেন।  

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশেপাশে অন্তত ২০টি বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া আরও ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুলতানের সিটি পুলিশ অফিসার সাদিক আলি জিও নিউজকে জানিয়েছেন, শিল্প এলাকায় পার্কিং করা একটি ট্যাংক থেকে গ্যাস লিক হয়েছিল। এই কারণে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে এবং আগুনে গবাদি পশুও পুড়ে মারা গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!