• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ায় শস্যক্ষেতে বিমানের জরুরি অবতরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০২:২২ পিএম
রাশিয়ায় শস্যক্ষেতে বিমানের জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

রাশিয়ার নভোসিবিরস্কের এক শস্যক্ষেতে ১৬১ জন আরোহী নিয়ে একটি বিমান জরুরি অবতরণ করেছে। দেশটির ইউরাল এয়ারলাইন্সের বিমানটি রাশিয়ার সোচি শহর থেকে ওমস্কে যাচ্ছিল। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ায় নভোসিবিরস্ক অঞ্চলে এটি জরুরি অবতরণ করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস।

ইউরাল এয়ারলাইন্স এক ট্রেলিগ্রাম বার্তায় জানায়, “এয়ারবাস এ৩২০ বিমান, ফ্লাইট ইউ৬-১৩৮৩ সোচি থেকে ওমস্ক যাওয়ার পথে জরুরি অবতরণ করেছে। অবতরণ সফল হয়েছে। বিমানটিতে ১৬১ জন যাত্রী ছিল। কেউ আহত হননি।” .

প্রতিবেদনে বলা হয়, ইউরাল এয়ারলাইন্সের একটি বিমান প্রযুক্তিগত কারণে নভোসিবিরস্ক বিমানবন্দরে অবতরণের অনুরোধ করেছিল। সিদ্ধান্তটি বিমানের ক্রু নিয়েছিলেন। পরে, জানা যায় যে বিমানটি নভোসিবিরস্ক অঞ্চলের একটি মাঠে অবতরণ করেছিল।

ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্টের মতে, জাহাজটিতে ১৫৯ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। ইতোমধ্যে নিকটস্থ পপুলেশন সেন্টারে সব যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!