• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২, ৩০ জমাদিউস সানি ১৪৪৭

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী যৌনপল্লীর গল্পে সিনেমা, মুক্তি ঈদে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৪৯ পিএম
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী যৌনপল্লীর গল্পে সিনেমা, মুক্তি ঈদে

নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’ সম্প্রতি আলোচনায় এসেছে। সিনেমাটি নারায়ণগঞ্জের ৪০০ বছরের পুরনো যৌনপল্লী তথা টানবাজারের ইতিহাস এবং তার উচ্ছেদ নিয়ে গড়ে উঠেছে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম ঝলক। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ট্রেলার প্রকাশ করা হবে এবং তার পরই মুক্তির দিন নির্ধারণ করা হবে। তবে নির্মাতার ভাষায়, ‘রঙবাজার’ মুক্তির জন্য রোজার ঈদকে কেন্দ্র করেই প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নির্মাতা বলেন, নারায়ণগঞ্জের টানবাজার এক সময় ছিল ৪০০ বছরের পুরনো একটি যৌনপল্লী। কিন্তু ‘পাপমুক্ত’ করার নামে সেই বাজার উচ্ছেদ করা হয়, যা সামাজিক বাস্তবতার পরিবর্তন ঘটায় এবং সেই সময়ের অজানা রহস্যগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।

সিনেমাটির মূল গল্পের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে এবং এতে স্পর্শকাতর কিছু বিষয় উঠে এসেছে। সিনেমার গল্প জানায়, টানবাজার উচ্ছেদ করা হলেও তার পেছনে কতটা পাপ সমাজে ছড়িয়ে পড়েছিল এবং এই ঘটনার সঙ্গে সম্পর্কিত অজানা রহস্যগুলো কেমন ছিল, সেগুলোরই অনুসন্ধান করবে সিনেমার কাহিনি।

ছবিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ একঝাঁক পরিচিত মুখ। সিনেমার শুটিং হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় এবং এটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি। সিনেমায় তিনটি গান থাকবে, যার সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব।

নির্মাতার মতে, ‘রঙবাজার’ একটি ভিন্ন ধরনের গল্প যা বাস্তবতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, তাই মুক্তির ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকলেও ঈদের সময়েই সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। ট্রেলার প্রকাশের পর দেশের পরিস্থিতি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে চূড়ান্ত মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!