• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেন চালক, বহু হতাহতের শঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৩:৪০ পিএম
ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেন চালক, বহু হতাহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

কানাডার ভ্যাংকুভারে উৎসবে জড়ো হওয়ার মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ভ্যাংকুভার পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভ্যাংকুভারে লাপু লাপু ডে’র একটি অনুষ্ঠানে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়)। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

ভ্যাংকুভার পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। পুরো ঘটনা তারা তদন্ত করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ভ্যাংকুভারের বাসিন্দা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Several killed as car rams into Vancouver’s Lapu Lapu festival crowd

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় আনুমানিক রাত ৮টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৪টা ১৪ মিনিটে) পূর্ব ৪৩তম অ্যাভিনিউ এবং ফ্রেজার স্ট্রিটের কাছে লাপু লাপু ডে উৎসবে এক ব্যক্তি ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একদল পথচারী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছেন হতাহত ব্যক্তিরা।

Link copied!