• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

জাম্বিয়ায় তামার খনিতে ধস, মাটির নিচে আটকা বহু শ্রমিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০১:২০ পিএম
জাম্বিয়ায় তামার খনিতে ধস, মাটির নিচে আটকা বহু শ্রমিক
জাম্বিয়ায় খনিতে ধস। ছবি: সংগৃহীত

আফ্রিকার দক্ষিণের দেশ জাম্বিয়ায় একটি তামার খনিতে ধস নেমে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ফক্স নিউজ এ তথ্য জানায়।

জাম্বিয়ার চিনগোলার একটি তামার খনিতে এ দুর্ঘটনা ঘটে। এ অঞ্চলে বৈধ ও অবৈধ অনেক খনি রয়েছে বলে জানা যায়। এ খনিগুলোতে শ্রমিকরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়ুমবু সংসদে খনি ধসের তথ্য জানান। তিনি বলেন, “আমি দেশের সকলের প্রতি জানাচ্ছি, চিনগোলায় একটি দুঃখজনক ঘটনার শিকার হয়েছি। খনির ধ্বংসস্তূপের নিচে অনেক মানষ আটকে পড়েছেন।”

তবে তিনি খনি ধসের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে দেশটির খনি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

চিনগোলা জাম্বিয়ার রাজধানী লুসাকা থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং দেশটির কপার বেল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত।

বিশ্বের তামা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম হলো জাম্বিয়া। 

Link copied!