তিন দিনের সফরে সৌদি আরব গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে তাকে স্বাগত জানায় দেশটি। দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’। এর মাধ্যমে আরও গভীর হয়েছে দুদেশের সম্পর্ক।
সৌদি আরব ও চীনে মধ্যে একগুচ্ছ কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)। চুক্তিতে স্বাক্ষর করেন শি জিনপিং ও বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
রয়টার্স জানায়, চীনের হুয়াওয়ে কোম্পানি নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ থাকা সত্ত্বেও সৌদির সাথে কোম্পানিটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে হুয়াওয়ের বাড়তে থাকা প্রভাব নিয়েও উদ্বিগ্ন দেশটি।
চীন ও সৌদি আরবের বেশ কয়েকটি সংস্থার মধ্যে গ্রিন এনার্জি, তথ্য প্রযুক্তি, ক্লাউড সেবা, পরিবহন, নির্মাণ ও অন্যান্য খাতে বিনিয়োগের লক্ষ্যে ৩৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে প্রায় ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোর বাইরে গিয়ে বৈশ্বিক অংশীদারিত্ব বাড়ানোর জোর তৎপরতা প্রকাশ করল সৌদি আরব। সফরকালীন শি জানান, তার এই সফর আরব বিশ্ব ও সৌদি আরবের সঙ্গে চীনের সম্পর্কের নতুন যুগ শুরু করার ‘সূচনা সফর’।
এছাড়াও, অন্যান্য আরব নেতা ও উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে বসার কথা রয়েছে শি’র।