• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ইকুয়েডরের সর্বকনিষ্ঠ মেয়রের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৭:২৮ পিএম
ইকুয়েডরের সর্বকনিষ্ঠ মেয়রের মরদেহ উদ্ধার
ব্রিজিত গার্সিয়া। ছবি সংগৃহীত

ইকুয়েডরের সর্বকনিষ্ঠ মেয়র ব্রিজিত গার্সিয়া (২৭) এবং তার প্রেস কর্মকর্তা জাইরো লুরকে সান ভিসেন্টে শহরে একটি গাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গার্সিয়া গত বছর সান ভিসেন্টে শহরের মেয়র নির্বাচিত হন। তিনি দেশটি সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন।

বিবিসি জানিয়েছে, গত শনিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ বলছে, গার্সিয়া ও প্রেস কর্মকর্তা লুর একটি ভাড়া করা গাড়িতে ছিলেন। গাড়ির ভেতর থেকে তাদের গুলি করা হয়েছে।

গার্সিয়া পেশায় নার্স। গত বছর বিরোধী সিটিজেনস রেভল্যুশন দলের হয়ে সান ভিসেন্টের মেয়র নির্বাচিত হন। সান ভিসেন্টে শহরটির অবস্থান মানাব প্রদেশে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপে কোকেন পাচারকারী মাদক চক্র উপকূলীয় এই অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছে। গার্সিয়ার আগেও মানাব প্রদেশে রাজনীতিবিদেরা হত্যার শিকার হয়েছেন, এমন নজির রয়েছে।

গত বছরের জুলাইয়ে বন্দর শহর মান্তার মেয়র অগাস্তিন ইন্ত্রিয়াগো এক বন্দুকধারীর গুলিতে নিহত হন। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পুয়ের্তো লোপেজ শহরে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে মেয়র প্রার্থী ওমর মেনেন্দেজকে হত্যা করা হয়েছিল।

Link copied!