• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বুধবার ইসরায়েল যাচ্ছেন বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১০:৩৩ এএম
বুধবার ইসরায়েল যাচ্ছেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তার ইসরায়েল সফরের কথা রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের জানান, চরম সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল যাচ্ছেন। বুধবার তার তেল আবিবে পৌঁছানোর কথা।

বাইডেনের ইসরায়েল সফর নিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেনের সফরের মধ্য দিয়ে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া সফরকালে গাজায় সাধারণ মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এবং গাজাবাসীকে নিরাপদে সরে যাওয়ার একটি ‘নিরাপদ পথ’ চালুর বিষয়ে আলোচনা করবেন বাইডেন।

ইসরায়েল সফর শেষে জো বাইডেনের জর্ডান যাবেন। সেখানে তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই বড় পরিসরে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজায় টানা বিমান হামলা চালানো হচ্ছে। অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট।

Link copied!