• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ভূমিধসে ১৩ শিশুসহ নিহত অন্তত ২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ১০:০৯ এএম
ভূমিধসে ১৩ শিশুসহ নিহত অন্তত ২০

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ভূমিধসে অন্তত ২০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। দেশটির প্রাদেশিক সরকার ও স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাসংস্থা রয়টার্স সোমবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। কঙ্গোর পূর্বাঞ্চলে ভূমিধসের পর অন্তত ২০ জন নিহত হয়েছে। বৃহত্তর মাসিসি অঞ্চলের সুশীল সমাজের নেতা ভলতেয়ার বাটুন্ডি বলেছেন, কাপড় ধোয়া এবং রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করার সময় গত রোববার বোলোয়ার এলাকায় একটি নদীতে ভূমিধসের ঘটনা ঘটে এবং পরে ৮ নারী ও ১৩ শিশুর মৃতদেহ পাওয়া গেছে।

এই ঘটনায় একজন বেঁচে গেছেন এবং তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভলতেয়ার বাটুন্ডি বলেন, “আমরা মনে করি কাদায় এখনও অন্য লাশ রয়েছে।

বৃহত্তর মাসিসি অঞ্চলটি কঙ্গোর নর্থ কিভু প্রদেশের অন্তর্গত। এই প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, ভূমিধসের পর সোমবারও সেখানে অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত ছিল। প্রাদেশিক বিবৃতিতে মৃতের সংখ্যা ২০ বলে জানানো হয়েছে।

Link copied!