• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের কারাদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০২:১০ পিএম
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের কারাদণ্ড

আর্জেন্টিনা সরকারের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনারকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এক দুর্নীতি মামলায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) ৬৯ বছর বয়সী এই রাজনীতিবিদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।

বিবিসি জানায়, আর্জেন্টিনার ইতিহাসে এই প্রথম দায়িত্বরত কোনো ভাইস প্রেসিডেন্ট অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলেন। তবে সাজা হলেও ফার্নান্দেজকে এখন কারাগারে যেতে হচ্ছে না। কারণ, সরকারি পদবলে তিনি কিছুটা দায়মুক্তি পাবেন। এখন এই মামলা নিয়ে দীর্ঘ আপিলের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। উচ্চ আদালতে মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন।

চূড়ান্ত রায়ের পর যেকোনো সরকারি পদে আজীবন নিষিদ্ধ হবেন ফার্নান্দেজ। এর আগে ফার্নান্দেজ দুই মেয়াদে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন।

তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট থাকাকালে ফার্নান্দেজ একটি অবৈধ স্কিমে নেতৃত্ব দিয়েছিলেন। স্কিমের আওতায় ঘুষের বিনিময়ে তার এক বন্ধুকে লাভজনক সরকারি কাজ পাইয়ে দিয়েছিলেন তিনি।

ফার্নান্দেজ বলেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রায়ের পর তিনি নিজেকে ‘বিচারিক মাফিয়ার’ শিকার হিসেবে বর্ণনা করেছেন।

একই মামলায় আরও ১১ জনের বিচার হয়েছে। তাদের মধ্যে সাতজন দোষী সাব্যস্ত হন। তাদের সাড়ে তিন থেকে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে। তিনজন ছাড়া পেয়েছেন। একজনের বিরুদ্ধে মামলা খারিজ হয়েছে।

Link copied!