• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অমর্ত্য সেন সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৬:২৩ পিএম
অমর্ত্য সেন সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ
ছবি : সংগৃহীত

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার মেয়ে নন্দনা সেন। এ বিষয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন নন্দনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে এ তথ্য জানান নন্দনা সেন।

এর আগে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এবং দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানায়।

বিকেলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ক্লদিয়া গোল্ডিন আজ এক টুইটে অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানিয়েছেন।

এর কিছুক্ষণ পরে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নন্দনা সেন বলেছেন, তার বাবা সুস্থ আছেন। সোমবার রাত পর্যন্ত তিনি বাবার সঙ্গেই কাটিয়েছেন।

Link copied!