চলমান হামলা-পাল্টা হামলায় হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দিতে চায় বলে জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি।
রোববার (১৫ অক্টোবর) ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শালোমা কারহি বলেন, “গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাসঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে আল-জাজিরা। ইতোমধ্যে এই সংবাদমাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে।”
ইসরায়েলের তথ্যমন্ত্রী বলেন, “আল-জাজিরা স্টেশনটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এসব সংবাদ ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আল-জাজিরা যতখানি সংবাদমাধ্যম, তার চেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।”
শালোমা কারহি আরও বলেন, “নিজেদের স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে। এটা অগ্রহণযোগ্য। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।”
বর্তমানে ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে।
তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখন পর্যন্ত আল-জাজিরা বা কাতার সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































