ফিলিস্তিনের গাজা শহরে হামাসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় দুঘমুশ পরিবারের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। দক্ষিণ গাজা সিটিতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে ওই অস্ত্রধারীদের গুলি বিনিময় করে। এটি সম্প্রতি ইসরায়েলের বড় সামরিক অভিযানের পর এই অঞ্চলে সংঘটিত সবচেয়ে সহিংস অভ্যন্তরীণ সংঘাতগুলোর একটি। খবর বিবিসির
হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের নিরাপত্তা ইউনিটগুলো শহরের ভেতরে একটি সশস্ত্র মিলিশিয়া বাহিনীকে ঘিরে ফেলে তাদের আটক করতে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়। এতে হামাসের ৮ সেনা ও অস্ত্রধারীদের ১৯ সদস্য নিহত হয়েছে।
স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই লড়াইয়ে আটজন হামাস যোদ্ধাসহ দুঘমুশ গোত্রের ১৯ জন সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তেল আল-হাওয়া এলাকায় ৩০০ জনেরও বেশি হামাস যোদ্ধার একটি বাহিনী দুঘমুশ বন্দুকধারীদের আস্তানায় থাকা একটি আবাসিক ব্লকে হামলা চালানোর পর সংঘর্ষ শুরু হয়।
বাসিন্দারা সংঘাতে আতঙ্কের বর্ণনা দিয়ে বলেছেন, প্রচণ্ড গোলাগুলির মুখে বেশ কিছু পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, যাদের অনেকেই যুদ্ধের সময় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘এবার মানুষ ইসরায়েলি আক্রমণ থেকে পালাচ্ছিল না। তারা তাদের নিজস্ব লোকদের কাছ থেকে পালাচ্ছিল।’
গাজার অন্যতম প্রধান গোষ্ঠী দুঘমুশ পরিবারের দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। এই পরিবারের সশস্ত্র সদস্যরা অতীতে বেশ কয়েকবার হামাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শৃঙ্খলা পুনরুদ্ধারের পথে রয়েছে। সতর্ক করে দিয়েছে যে, ‘প্রতিরোধের কাঠামোর বাইরে যে কোনো সশস্ত্র কার্যকলাপ’ কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সংঘর্ষের জন্য দায়ী কে তা নিয়ে উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করেছে। হামাস জানিয়েছে, দুঘমুশ বন্দুকধারীরা তাদের দুই যোদ্ধাকে হত্যা করেছে। আরও পাঁচজনকে আহত করেছে। এ কারণে তারা তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
তবে, দুঘমুশ পরিবারের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, হামাস বাহিনী একটি ভবনে এসেছিল যা একসময় জর্ডান হাসপাতাল হিসেবে কাজ করত। যেখানে সম্প্রতি ইসরায়েলি আক্রমণে আল-সাব্রা পাড়ায় তাদের বাড়ি ধ্বংস হওয়ার পর পরিবারটি আশ্রয় নিয়েছিল। সূত্রটি দাবি করেছে যে, হামাস তাদের বাহিনীর একটি নতুন ঘাঁটি স্থাপনের জন্য ভবনটি থেকে পরিবারটিকে উচ্ছেদ করতে চেয়েছিল।