• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

কিরগিস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ২৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৩:০১ পিএম
কিরগিস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ২৪

কিরগিস্তান ও তাজিকিস্তানের বিরোধপূর্ণ অঞ্চলে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৪ জন মারা গেছে, আহত হয়েছে আরও ৮৭ জন। দ্য গার্ডিয়ান জানায়, অস্ত্রবিরতি চুক্তি কার্যকর থাকলেও তারা সংঘর্ষে জড়ায়।

তবে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টির ব্যাপারে দুদেশের সীমান্ত সদস্যরা একে অপরকে দোষারোপ করছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কিরগিস্তানের বর্ডার সার্ভিস জানায় তারা তাজিকিস্তানের আক্রমণ প্রতিহত করছে।

পাল্টা অভিযোগ এনে তাজিকিস্তান দাবি করেছে কিরগিজ বাহিনী তাদের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিয়েছে। তারা বলছে কিরগিজ সেনারা তাজিকিস্তানের সীমান্তবর্তী তিনটি গ্রামে ব্যাপক গুলি চালিয়েছে।

কিরগিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ২৪ নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৭ জন। তবে হতাতদের মধ্যে সেনা সংখ্যা জানা যায়নি।

হতাহত এড়াতে সীমান্ত এলাকা থেকে নিজেদের ১ লাখ ৩৬ হাজার বেসামরিক নাগরিককে নিরাপদে সরিয়ে নিয়েছে কিরগিস্তান কর্তৃপক্ষ।

তবে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত বেঁধে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। তবে লড়াই বন্ধে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হচ্ছে।

Link copied!