এ বছরই ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ১২:৩৯ পিএম
এ বছরই ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

সামরিক অভিযান শেষে এ বছরের শেষ নাগাদ ইরাক ছাড়বেন মার্কিন সেনারা। যদিও সেনা প্রত্যাহারের পর ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেবে যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিস জানায়, সোমবার হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের শেষে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন বাইডেন।

ইরাকে বিদেশি সেনা মোতায়েন রাখার প্রয়োজন নেই বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী। যদিও সন্ত্রাসবিরোধী অভিযানে ইরাক সরকারকে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাইডেন।

২০০৩ সালে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরাকে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে। যদিও ১৭ বছরের অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতা দমনে যুক্তরাষ্ট্রের সফলতা এখনো প্রশ্নবিদ্ধ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!