• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

মিসরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০১:২৮ পিএম
মিসরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

দক্ষিণ-পশ্চিম মিসরে একটি যাত্রীবাহী বাস এবং ভারী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। দেশটির চিকিৎসা ও নিরাপত্তা সূত্র এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। কায়রো থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে নিউ ভ্যালি প্রদেশের আসুইট-খরগা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিউ ভ্যালির গভর্নর মোহাম্মদ এল জামলুউতের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ১৭টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে ঠিক কীভাবে এ দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বেপরোয়া ড্রাইভিং, ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতা এবং খারাপ সড়কের কারণে প্রায়ই মিসরে সড়ক দুর্ঘটনা ঘটে।

দেশটির পরিসংখ্যান সংস্থা ক্যাপমাস গত বছরের একটি প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় সব মিলিয়ে ৭ হাজার ১০১ জন নিহত হয়েছেন, যা ২০২০ সালের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বেশি।

Link copied!