• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

নাইজেরিয়ার বাইক উৎসবে নিহত ১৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৬:২৭ পিএম
নাইজেরিয়ার বাইক উৎসবে নিহত ১৪

নাইজেরিয়ার বার্ষিক বাইক উৎসবে এক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৪ জন। উৎসবে উপস্থিত উৎসুক জনতার ভিড়ে একটি গাড়ি ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দ্রুতগতিতে চলা গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে মরদেহ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রতিবছর মাসব্যাপী অনুষ্ঠিত এই উৎসব ২০০৪ সাল থেকে পালিত হচ্ছে দেশটিতে।

এই উৎসবকে আফ্রিকার সবচেয়ে বড় স্ট্রিট পার্টিও বলা হয়। ডিসেম্বরের এই উৎসব দেখতে হাজির হন স্থানীয় ও বিদেশী দর্শকরা।

মঙ্গলবারের (২৭ ডিসেম্বর) সেই দুর্ঘটনার সময় বাইকারদের প্যারেড চলছিল। শহরের ব্যস্ত রাস্তার পাশে হচ্ছিল এই প্যারেড। পুলিশ জানায়, মদ্যপ এক ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দর্শকদের ভিড়ে গাড়ি ঠেলে দেয়। আটক করা হয়েছে সেই ব্যক্তিকে।

ঘটনার প্রতিক্রিয়ায় সেদিনের প্যারেড বন্ধ ঘোষণা করেন স্থানীয় গভর্নর। তবে মাসের অন্যান্য আয়োজন নিষেধ করা হয়নি।

 

Link copied!