• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

মোসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৩:০০ পিএম
মোসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান
প্রতীকী ছবি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসমাইল ফিকরি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। 

সোমবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগের অধীনে থাকা সংবাদমাধ্যম মিজান অনলাইন।

মিজান অনলাইনের তথ্যমতে, ফিকরি রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন। ইরানের সুপ্রিম কোর্ট তার ফাঁসির রায় বহাল রাখার পর এ শাস্তি কার্যকর করা হয়।

ফিকরি মোসাদের ২ কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে ইরানে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এই ফাঁসি কার্যকর ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় একটি আঘাত বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

Link copied!