• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ইউক্রেনের দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ১১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০১:২০ পিএম
ইউক্রেনের দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ১১
হামলায় বিধ্বস্ত ভবনে কাজ করছে উদ্ধার কর্মীরা। ছবি-সংগৃহীত

ইউক্রেন নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের পোকরোভস্ক ও রিভাইন শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও আট ব্যক্তি।

দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর শীর্ষ কমান্ডার ভাদিম ফিলাশকিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন। 

ওই পোস্টে ফিলাশকিন বলেন, “শুক্রবার পোকরোভস্ক এবং রিভাইন শহরে একের পর এক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।‌ এতে শহরটির বিভিন্ন এলাকায় ৫শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট জন। নিহত-আহতদের সবাই বেসামরিক নাগরিক।

শুক্রবার রাতে ওই হামলার পর থেকে শহরটির বিভিন্ন ধ্বংসস্তুপে উদ্ধার অভিযান শুরু করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী স্টেট ইমারজেন্সি সার্ভিস আব ইউক্রেন (এসইএস)। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উদ্ধার আভিযানের ছবি ঘুরে বেড়াচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি এক বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে রাশিয়ার সব হামলার প্রতিশোধ নেওয়া হবে বলেও বিবৃতিতে জানিয়েছেন।

Link copied!