• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬
ভিয়েতনাম

বিনোদন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ১০:৪৮ এএম
বিনোদন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১১

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি বিনোদন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির পুলিশের ধারণা বোমা হামলায় এই আগুনের ঘটনা ঘটেছে।

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম হ্যানয়ের বহুতল ভবনের ওই বিনোদন কেন্দ্র আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ভবনটির বিশাল অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ বলেছে, তারা স্থানীয় সময় রাত ১১ টার দিকে আগুনের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালায়।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুনের ভয়াবহতা দেখে কেউ উদ্ধার কাজে অংশ নিতে সাহস পায়নি।

হ্যানয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিনোদন কেন্দ্রটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র : বাসস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!