পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির গবেষকরা বলছেন, আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র। তাদের জ্যোতির্বিদ্যা হিসাব অনুযায়ী, ৩১ জানুয়ারি শাবানের প্রথম দিন হবে।
শাবান মাস শুরু হওয়ার বিষয়ে আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে রজব মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন।
আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র আরও জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি সব মুসলিম দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। যার অর্থ হলো যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে।
যার মধ্যে রয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া।








































