• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

ভারতে বজ্রপাতে ১০ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৫:১৬ পিএম
ভারতে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
প্রতীকী ছবি (সংগৃহীত)

ভারতের ওড়িশা অঙ্গরাজ্যের ছয় জেলায় বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শনিবার (২ সেপ্টেম্বর) অঙ্গরাজ্যটিতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অঙ্গরাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বজ্রপাতে ওড়িশার খুরদা জেলায় চার জন, বোলাঞ্জির জেলায় দুই জন এবং একজন করে আঙ্গুল, বোধ, জগৎসিংপুর ও ধেংকানালে মৃত্যু হয়েছে। এছাড়া খুরদায় আরও তিনজন আহত হয়েছেন।

অঙ্গরাজ্যটির এক কর্মকর্তা জানিয়েছেন, জমজ শহর বলে পরিচিত ভুবনেশ্বর ও কটকসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে, আগামী চার দিন অঙ্গরাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতি বজায় থাকবে।

শনিবার বিকেলে দেড় ঘণ্টায় ভুবনেশ্বর ও কটক শহরে যথাক্রমে ১২৬ মিমি ও ৯৫.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ওড়িশা অঙ্গরাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ওএসডিএমএ) জানিয়েছে, অঙ্গরাজ্যটিতে বিকেলে ৩৬ হাজার ৫৯৭ সিসি (ক্লাউড টু ক্লাউড) বজ্রপাত এবং ২৫ হাজার ৭৫৩ সিজি (ক্লাউড টু গ্রাউন্ড) বজ্রপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এ অবস্থায় বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

Link copied!