• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

মমতাকে আবারও হারাতে চান শুভেন্দু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:৩৪ পিএম
মমতাকে আবারও হারাতে চান শুভেন্দু

পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তেজনা বাড়ছে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে। তৃণমূলের পক্ষে ভবানীপুরে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির পক্ষে কে লড়বেন সেটি এখনো নিশ্চিত করা হয়নি।

এদিকে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী। সোমবার (৬ সেপ্টেম্বর) আনন্দবাজার জানায়, দল বললে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।

তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন ভিন্ন কথা। সোমবার মেদিনীপুর সংবাদমাধ্যমকে তিনি বলেন, “শুভেন্দু তো একবার হারিয়েছে, আর কত বার লড়বে,এ বার অন্য কেউ হারাবে। একই লোক বারে বারে হারাবে কেন।”

এর আগে বিধান সভা নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি ধরাশায়ী হলেও, নিজ আসন নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে যান মমতা। তবে উপনির্বাচনে ভবানীপুর আসনে মমতার প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন তা এখনো স্পষ্ট নয়।

আনুষ্ঠানিকভাবে শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হলেও, বিজেপি এখনও কোন সিদ্ধান্ত জানায়নি। দলীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, মঙ্গলবার এ নিয়ে বৈঠকে বসবে কেন্দ্রের দল।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!