ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করছেন মার্কিন নারী ভার্জিনিয়া জিওফ্রে। আল-জাজিরা জানায়, এই কিশোরীর দাবি ১৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাকে যৌন হয়রানি করেন যুবরাজ।
সোমবার এক সংবাদ সম্মেলনে জিওফ্রে দাবি করেন, ১৭ বছর বয়সে এপস্টেইন তাকে রাজপুত্রের কাছে পাচার করে। প্রিন্স অ্যান্ড্রু আমার সাঙ্গে যা করেছিলেন তার জন্য সে সবসময় দায়বদ্ধ থাকবে। এসময় সমাজের শক্তিশালী ও ধনীদের অপকর্মের জন্য জবাবদিহি নিশ্চিত করা ও ন্যায়বিচার দাবি জানান এই নারী।
ম্যানহাটান ফেডারেল আদালতে মামলা দায়ের করেন ভার্জিনিয়া জিওফ্রের আইনজীবী। এর আগে এই অভিযোগে প্রয়াত মার্কিন ব্যবসায়ী জেফরি এপস্টেইনের বিরুদ্ধেও মামলা করেছিলেন জিওফ্রে।
পাচারের মামলায় অভিযুক্ত এপস্টেইন ২০১৯ সালে আদালতের রায়ের পর ৬৬ বছর বয়সে কারাগারে আত্মহত্যা করেন। এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কথা স্বীকার করলেও জিওফ্রের আনা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ছোট ছেলে অ্যান্ড্রু।