• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতায় প্রেসিডেন্টের সাজা চাইলেন সিনেটররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৪:৫৬ পিএম
করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতায় প্রেসিডেন্টের সাজা চাইলেন সিনেটররা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে পার্লামেন্টে অভিযোগ গঠনের সুপারিশের পক্ষে সমর্থন দিয়েছেন সিনেটররা। 

বিবিসি জানায়, করোনায় ব্রাজিলে ৬ লক্ষাধিক মৃত্যুর পর বলসোনারোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ নানা অভিযোগ দায়েরের আহ্বান জানিয়েছে সিনেটরদের প্যানেল। 

যদিও এই সুপারিশের কারণে ফৌজদারি মামলা গঠনের নিশ্চয়তা নেই। কারণ, এই আবেদন প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া প্রসিকিউটর অগাস্টো আরাসের কাছে পৌঁছলে তিনি নাকচ করবেন বলেই আশা করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) বলসোনারোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করার সুপারিশ করেছে প্যানেল। প্রতিবেদনে অভিযোগ করা হয়, বলসোনারোর সরকার হার্ড ইমিউনিটি অর্জনের আশায় সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে দিতে চেয়েছে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। তবে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতায় জনপ্রিয়তায় ধস নামলেও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট।

Link copied!